স্টাফ রিপোর্টারঃ
পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোট ৩১ সদস্য বিশিষ্ট,যেটি ০১/১২/২০২২রোজ বৃহস্পতিবার রাত ০৯টায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সকলের সম্মতিক্রমে ঘোষনা হয়েছে। ইতিমধ্যে ২৩ সদস্যদের নাম উল্লেখ পূর্বক এবং ০৮ সদস্যের স্থান খালি রাখা হয়েছে, যেটি আলোচনা সাপেক্ষে যুক্ত করা হবে। ২৩ সদস্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তাহারা ইউনিয়ন ও পৌরসভা জোটের প্রধান সমন্বয়ক ও সহকারী প্রধান সমন্বয়ক।সকল জল্পনা কল্পনা শেষে প্রধান সমন্বয়ক হয়েছেন নিউটন কুমার রায় এবং সহকারী প্রধান সমন্বয়ক হয়েছেন প্রজিৎ কুমার রায়।সহকারী সমন্বয়ক হিসেবে রয়েছেন সুরাইয়া বানু ডলি, শেখ মাহাবুবুর রহমান (রন্জু),মনোজ কুমার রায়, নিপুণ কান্তি মন্ডল, বিভাষেন্দু সরকার,বিকাশ চন্দ্র মন্ডল, গাজী শহিদুল ইসলাম খোকন,গৌরাঙ্গ বিশ্বাস,রবিন্দ্রনাথ কর্মকার, মানিক লাল সিংহ,কনক চন্দ্র সরকার, নিতাই মিস্ত্রী,নূর আলী মোড়ল,স্বপন কুমার দেবনাথ,জীবেশ রায়,উজ্জ্বল সানা, সনজিত সরকার, প্রিতীষ মন্ডল, সোহরাব হোসেন,বিপ্লব কান্তি মন্ডল ও শেখ খায়রুল ইসলাম।