সম্পাদক
আবদুর রহমান
ইমন ছিদ্দিকী-নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্ধারকান্দা গ্রামে মৃত ছাদত আলীর ছেলে মোঃ ইয়াছিন মিয়ার জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ওঠেছে আপন চাচা মোঃমারফত আলী বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের খামারদী মৌজার
৭৩৯,৭৩৮ দাগের ভাতিজা ইয়াছিন মিয়ার জমিতে পাকা বাড়ি নির্মাণ এর কাজ চলছে।
স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার শালিসিদের মাধ্যমে একাধিকবার দরবার বসেও সঠিক কোন ফায়সালা দিতে পারিনি স্থানীয় শালিসিরা।
নিজের জমিতে বাড়ি নির্মানে বাঁধা দিতে গেলে ইয়াছিন ও তার ভাই সহ তাদের কে চাদাঁবাজির ও নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন চাচা মোঃ মারফত আলী গং । চাঁদাবাজি মাধবদী সি আর মামলা নং ৬৪৬। তাদের দুই ছেলে বিদেশে থাকার কারনে অর্থ, অবৈধ শক্তি ও স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় আমাদের কে প্রাণনাশের হুমকি ও হত্যা করবে বলেও জনিয়েছেন ভোক্তভোগী জমির মালিক ইয়াছিন।
এব্যাপারে চাচা মোঃ মারফত আলীর বাড়িতে গিয়ে জমিসংক্রান্ত বিষয়ে কথা জিঙ্গেস করলে ওনি কোন রকম কথা না বলে ঘরের দরজা বন্ধ করে সাংবাদিকদের এরিয়ে যান। পদ্ধারকান্দা গ্রামের (৩নং) ওয়ার্ডের ইউপি সদস্য মো উলিউল্লাহ ওলি বলেন,’আমরা উভয় পক্ষকেই সোলেনামা বন্টনের মাধ্যমে জমিসংক্রান্ত বিষয়ে মিমাংসার কথা বলেছি ওরা সম্মতি দিয়েছেন তারপর আবার উভয় পক্ষই আদালতে সহযোগিতা নিচ্ছেন। এখন সকল বিষয় আদালত দেখবেন।