
নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনকে যতদিন প্রয়োজন ততদিন সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে নিজেদের এমন অঙ্গীকারের কথা জানান তারা।
তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনারও অঙ্গীকার করেন দুই নেতা।কিয়েভের প্রতি বিদ্যমান সমর্থন থেকে পিছু না হটার কথাও জানান দুই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.