স্টাফ রিপোর্টার
দশ তম বাংলাদেশ বইমেলা 2022 , শুরু হল কলকাতা কলেজ স্কোয়ার পার্কে, আজ বিকেল চারটে এই বইমেলা শুভ সূচনা হয় ,চলবে এই মেলা ১১ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত্রি আটটা পর্যন্ত, এই মেলায় প্রায় ৭৫ টি প্রকাশনী অংশগ্রহণ করেছেন, তাদের বিভিন্ন লেখকের বইয়ের সমাহার নিয়ে, মঞ্চ থেকে ঘোষণা করে ও ফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি, এম পি, এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের এমআইসিআর দেবাশীষ কুমার, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত, এবং এই মেলা যে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের হাইকমিশনার আন্দালিপ ইলিয়াস, উপস্থিত ছিলেন বিখ্যাত কবি সাহিত্যিক গবেষক নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন দেজ পাবলিসিনের কর্ণধার সুধাংশু শেখর দে, উপস্থিত ছিলেন মাজারুল ইসলাম, এবং অন্যান্য কবি ও সাহিত্যিকরা, যাহার প্রচেষ্টায় এরকম একটি মেলা সৌন্দর্যময় হয়ে উঠেছে, তিনি হলেন ইমারুল হক মহাশয় ,যিনি সবসময় সবাইকে নিয়ে চলার পথ করে নেন।, একটি সুন্দর র্যালির মাধ্যমে এবং স্বয়ং বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি কে সঙ্গে নিয়ে প্রতিটি মেলার দোকান প্রথমে পরিদর্শন করেন,এরপর মঞ্চে উপস্থিত সকল অতিথিদের ব্যাচ উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একে একে একটি কথাই বলেন, আমরা গর্বিত এবং কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে ,তাহারা এইরকম একটা জায়গায় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে মেলাকে মুখরিত ও সুন্দর করে তোলার জন্য, কারণ কলকাতার কলেজ স্ট্রিট হচ্ছে বইপাড়া আর সেখানে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়া ,শুধু তাই নয় মাননীয় শিক্ষা মন্ত্রী বাংলাদেশ ,তিনি বলেন আমরা যেমন পশ্চিমবঙ্গের কলকাতায় এই ধরনের বইমেলা করছি, আশা করি আমরাও আপনাদের কথা রাখার চেষ্টা করবো, আপনারাও আপনাদের বাংলাদেশে বই মেলা করার সুযোগ অতি অবশ্যই করে দেব ও করতে পারবেন, আপনারাও আমাদের ওখানে মেলা করতে পারেন শুধু তাই নয় তিনি বলেন দেশটা হয়তো ভাগ, এপার বাংলা, ওপার বাংলা । কিন্তু আমরা সবাই একই, আমরা সবাই বইপ্রেমী ,তার সাথে সাথে সমস্ত কবি ও সাহিত্যিকদের জানান যদি কবি ও সাহিত্যিক রা বই না লিখতেন এবং প্রকাশকরা সেই বই প্রকাশ না করতেন ও বইপ্রেমীরা যদি বই না পড়তেন, তাহলে কোনদিনও এই ধরনের মেলা করা সম্ভব হতো না, কারণ এই মেলা হচ্ছে উভয়ের মেলবন্ধন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা, এর সাথে সাথেই মাননীয় বাংলাদেশের শিক্ষা মন্ত্রী দীপু মনি মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন, সকল দর্শক বন্ধু এবং বইপ্রেমীদের কাছে তিনি জানান, আপনারা আসুন এবং বই দেখুন ,বই পড়ুন, আর প্রকাশনীদের উৎসাহিত করুন, আগে হয়তো এতটা বাংলাদেশের বই কলকাতায় প্রচার হতো না ,কিন্তু এই দশ বৎসর আমরা কলকাতায় বইমেলা করে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি, মানুষের মন জয় করতে পেরেছি, এবারও আমরা নিশ্চয়ই মানুষের মন জয় করতে পারব এবং বইপ্রেমীরা আমাদের বই পড়বে ও সংগ্রহ করবে, এটাই আশা করব পশ্চিমবঙ্গের সকল বইপ্রেমিদের।