সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোনো পথই খোলা ছিল না সার্বিয়ার। সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোতে টিকিট নিশ্চিত ছিল সুইসদের। এমন সমীকরণ নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সার্বিয়া। কিন্তু শেষ রক্ষা হলো না সার্বিয়ার।৩-২ গোলে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ২ জয়ে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় হয় তারা। শেষ ষোলোতে সুইসদের প্রতিপক্ষ পর্তুগাল।

শুরুতেই শাকিরির গোলে লিড পায় সুইসরা, গোল হজম করে তেঁতে উঠে সার্বিয়া। ৯ মিনিটের ব্যবধানে ২ গোল করে এগিয়ে যায় সার্বিয়া। তবে প্রথমার্ধেই এমবোলোর গোলে সমতায় ফেরে সুইসরা। ২-২ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ফিরেই গোল পায় সুইজারল্যান্ড। এতে ৩-২ গোলে এগিয়ে যায় সুইসরা। ৪৬ মিনিটে গোল দেন রেমো।