মোঃআরিফুল ইসলাম, মাধবদী প্রতিনিধি:

নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসে তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী বৃহস্পতিবার দুপুরে তার দূরসস্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনীতে বেড়াতে আসে। ভোরে দূরসস্পর্কের চাচা বাহাদুর নিজেই ফোন করে তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানান নিহতের বাড়িতে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, বাড়ির মালিক তরুণীর দূরসস্পর্কের চাচা বাহাদুর পলাতক রয়েছে।