স্টাফ রিপোর্টারঃ
খুলনা পাইকগাছায় ৩ হাজার ২৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উপসী বীজধানসহ রাসায়নিক সার বিতারণ উদ্ধোধন করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় গ্রাম পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে এ সব প্রদান করা হয়। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ১টি পৌরসভা ও ১০ ইউপিতে পর্যায়ক্রমে এ হাইব্রিড ও উপসী বীজধান বিতরন শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সার-বীজ বিতরন অনুষ্ঠানে সুফলভোগী কৃষক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মোঃ এনামুল হক,ইয়াসিন আলী খান,এস এম মফিজুর রহমান,ডলন্টন রায়,শেখ তোফায়েল হোসেন তুহিন,মোঃ সিরাজউদ্দীন সহ অনেকে।