স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের বকশীগঞ্জে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৪ ডিসেম্বর)সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জামালপুুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও লাইফস্টাইল হেলথ এডুকেশন প্রমোশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,জামালপুর জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন,বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. মোশারফ হোসেন,হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা,জামালপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম,বকশীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ আব্বাস আলী,বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান প্রমুখ।

এ কর্মশালায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন ।