স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর শনিবার তারাবো পৌরসভার কর্ণগোপ বালুর মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ মঙ্গল, ওলিউল্লাহ মাস্টার, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ নাজির ভুঁইয়া, সাাংগঠনিক সম্পাদক মোঃ আলম বাদশা, তারাবো পৌরসভা জাতীয় পার্টি নেতা মোঃ শাহবুদ্দিন মিন্টু ও বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জাতীয় পার্টি ছাড়া কোন দলেরই সরকার গঠন করা সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে জাতীয় পার্টি আগের মতোই এবারও কাজ করবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। পরে তারাবো পৌরসভা জাতীয় পার্টির জয়নাল আবেদীন চৌধুরীকে সভাপতি ও শাহবুদ্দিন মিন্টুকে সাধারাণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়। ###
তাং-০৩-১২-২০২২ ইং