নিজস্ব প্রতিনিধিঃ
সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামী’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন হয়।
গত ২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন
অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী(সাবেক উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
উদ্ভোদক হিসেবে ছিলেন ডাঃ প্রবাদ চন্দ্র বড়ুয়া (সাবেক উপাচার্য ইউএসটিসি)
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেছেন স্বপ্ন ও আগামীর উপদেষ্টা এবং লোহাগড়া উপজেলার সাবেক উপজেলা চেয়্যারম্যান এম. ইব্রাহিম কবির৷
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন
স্বপ্ন ও আগামীর উপদেষ্টা বাংলাদেশে টুরিস্ট পুলিশের ডি আই জি মুসলিম উদ্দিন,
সীতাকুণ্ড এডুকেশন ট্রাস্ট এর প্রধান নির্বাহি লায়ন গিয়াসউদ্দিন,
ইপসা প্রতিষ্ঠান প্রধান নির্বাহী আরিফুর রহমান।
স্বপ্ন ও আগামী’র উপদেষ্টা গোল্ডেন বেলস পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা জনাব জাবেদ হোসেন মহোদয়।
উপস্থিত ছিলেন মুনসুর এন্টারপ্রাইজ এর সিইও ওমর ফারুক সহ আরও প্রমুখ।
এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বপ্ন ও আগামী’র সবচেয়ে বড় প্রাপ্তি ছিল স্বপ্ন ও আগামী’র পরিচালক বখতিয়ার হোসেন প্রথম বইয়ের মোড়ক উন্মোচন।
এই অনুষ্ঠানে সহযোগিতায় পাশে ছিলেন
Shah Pir Traders(Total Computer & CCTV Solutions)
&
Toteza (An online & offline platform where you will get everything)
উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি সম্মানিত ব্যক্তিবর্গ ও অতিথিদের আগমনে স্বপ্ন ও আগামী’র ৮ম প্রতিষ্ঠা সাফল্যমণ্ডিত হয়ে উঠে।
শারীরিক দূর্বল থাকা সত্ত্বেও যারা সমাজের উন্নয়ন মানবসেবায় কাজ করে যাচ্ছেন, এবং ব্যক্তি উদ্দোগ্যে যারা কাজ করে যাচ্ছে এমন ৬ জন ব্যক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্বপ্ন ও আগামী সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
স্বপ্ন ও আগামী এই আয়োজনে জড়িত থাকা প্রতিটি স্বেচ্ছাসেবক ও ব্যক্তিবর্গের প্রতি চিরকৃতজ্ঞতা পোষণ করছে।