
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস…2022, আজ কলকাতার, রাণী রাসমণি রোডের সংযোগস্থলে সকাল ১০ টা থেকে শুরু হয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী …। আমরাও পৃথিবীর সন্তান ,এই দাবি নিয়ে আজকে কয়েক হাজার প্রতিবন্ধী সম্মিলিত হয় রানী রাসমণি রোডে, যাহার উদ্যোগে প্রতি বছর এই দিনে প্রতিবন্ধীদের নিয়ে একটি সম্মেলন করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমরেড কান্তি গাঙ্গুলী মহাশয়, যিনি প্রতিবন্ধী ছেলে মেয়েদের নিয়ে আন্দোলন করে চলেছেন এবং আন্দোলনের লড়াই চালিয়ে যাচ্ছেন, আজ এই মঞ্চ থেকে তাদের দাবি পেশ করেন, এবং প্রতিবন্ধীরাও যে পিছিয়ে নয়, তারাও যে প্রতিবন্ধকতাকে দূরে ফেলে কিছু করতে পারে তার প্রমাণ আজ সম্বর্ধনার মাধ্যমে তুলে ধরলেন। সেই সকল ছেলে মেয়েদের তিনি সম্মানিত করলেন, মঞ্চে উপস্থিত ছিলেন চিত্র অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, চিত্র পরিচালক কমলেশ মজুমদার, এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ। প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত দপ্তর গুলোতে অবিলম্বে কার্যকরী করার দাবিতে এই সম্মেলন। এবং এই মন জ্যোতিকে ঘোষণা করেন যদি তাদের দাবি না মেটান তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রতিবন্ধীদের ন্যায্য দাবি আদায় করবেন। সারা অনুষ্ঠানটাই ছিল প্রতিবন্ধীদের নাচ গান কবিতা মধ্য দিয়ে এবং আনন্দে মুখরিত প্রতিটি প্রতিবন্ধীর পরিবার ও তার ছেলেমেয়েরা, আজকের অন্যতম ব্রজকিশোর ৮৮ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আইসি মেডিকেল পড়ায় সাফল্য লাভ করেছে, মঞ্চে উপস্থিত ছিলেন মুশিদাবাদের আলম ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা হাত দিয়ে লিখতে পারেনা, পা দিয়ে লিখে মাধ্যমিকে আশি শতাংশ নম্বর পেয়েছে, চিত্র অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় সবাই বলেন প্রতিবন্ধকতা নিয়ে টোটো চালায় লালগোলার মহাদেব মন্ডল তার দাবি মাসিক ভাতা বাড়ানো হোক প্রতিবন্ধীদের জন্য, এমনকি ট্রেনে বাসী তাদের সুযোগ সুবিধা দেয়া হোক সিট বাড়ানো হোক প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধীরা যে পিছিয়ে নায় তারাও যে সাধারণ ছেলে মেয়েদের মতো সাফল্য পেতে পারে ,আজ মঞ্চে তার প্রমাণ করে দিলেন, মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী মহাশয়, তিনি যোরের সহিত ঘোষণা করেন, যতদিন আমি এদের দাবি আদায় করতে না পারবো, এই আন্দোলন আমার থেমে থাকবে না ,চালিয়ে যাবো।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.