
নিউজ ডেস্ক :
৩ ডিসেম্বর শনিবার থেকে শুরু হল কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকেই শুরু হয়েছে নকআউট রাউন্ড। এখানে সব দলকেই পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে। যে দল হারবে তারাই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। আবারও একই ছবি দেখল বিশ্ব ফুটবল। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ দল নেদারল্যান্ডস ৩-১ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল।
ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ডাচ তারকা মেমফিস ডিপাই। তবে চলতি বিশ্বকাপে এটাই ডিপাই-এর প্রথম গোল। ডাম্পির অ্যাসিস্ট থেকে গোল করেন ডিপাই।ম্যাচের ৪৫ মিনিট শেষে, এক মিনিটের অতিরিক্ত সময়ে ডেলি ব্লিন্ডের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় নেদারল্যান্ড।
ম্যাচের ৭৬ মিনিটে হাজি রাইটসের গোলে ব্যবধান কমায় মার্কিন যুক্তরাষ্ট্র।ম্যাচের ৮১ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় নেদারল্যান্ডস। এবার ডেনজেল ডামফ্রিজের গোলে ৩-১ করে ডাচরা। এর আগে নেদারল্যান্ডসের দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন ডামফ্রিজ।
মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ড প্রথম দল হিসাবে শেষ আটে জায়গা পাকা করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.