নিউজ ডেস্ক :
৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। আজ নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় ৫০জন বুদ্ধি ও অটিজম শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর প্রতিনিধি, ডাঃ সঞ্জয় কুমার সাহা। শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অংশগ্রহণ করেন, ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের মেডিকেল অফিসার। ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে চুক্ষ রোগীদের বিনামূল্য ঔষধ প্রদান করা হয়। ক্যাম্পে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মোঃ জসিম উদ্দিন সরকার। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ আঃরহিম, ইনক্লুসিন অফিসার, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল।