স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলপুরে ৫( ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার নব নির্বাচিত সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে মানবাধিকার কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক এ টি এম রবিউল করিম, মোস্তফা খান, এম এ মান্নান, মানবাধিকার কর্মী আকরাম হোসেন প্রমুখ।