ষ্টাফ রিপোর্টার :

নেত্রকোণার দুর্গাপুরে গত সাতদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে গত ৭ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৫ জন। উপজেলায় কোথাও ডায়রিয়া আক্রান্ত রোগী মারা যায়নি। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন রোগীরা। ভর্তি হওয়া রোগীরা দুয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
হাসপাতালে ভর্তি ২ বছরের শিশু আদিয়াত এর পরিবার জানান, শিশু আদিয়াতের তিন দিন ধরে ডায়রিয়া দেখা দেয়। পরে রোববার সকালে হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায় বলেন, শীতের সময়ই মূলত রোটা ভাইরাসের সমস্যা দেখা দেয়। আক্রান্ত এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। পাঁচ বছরের কম বয়সী শিশুরা রোটা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয় বেশি। আর দুই বছরের কম বয়সী শিশুরা আরও বেশি ঝুঁকিতে থাকে। সাধারণত গ্রামের শিশুরাই এবার বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। দৈনিক ১০-১২ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আমরা মেডিক্যাল টিম গঠন করে সেবা ও সচেতনতা বৃদ্ধি করায় হাসপাতালে কিছুটা চাপ কমেছে। সে ক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে তাহলেই সম্ভব ডায়রিয়া প্রতিরোধ করা।