স্টাফ রিপোর্টারঃ
শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী নেতা এম. এ মোতালেব হোসেনের আয়োজনে রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর বলাশপুরে আত্ তাবিব ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় শেখ ফজলুল হক মনি’র আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নাজমুল ইসলাম। দোয়া শেষে মাদ্রাসা ও এতিম খানার কোমলমতি কোরআন শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করেন এম. এ মোতালেব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা গৌতম সরকার, জীবন পাল, তানভীর আহম্মেদ সাঈদ,কাউসার আহমেদ, সাজ্জাত হোসেন তুহিন, হাফিজুল ইসলাম, সুলতান হোসেন, রাকিব হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন, আত্ তাবিব ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানসহ প্রমূখ।