স্টাফ রিপোর্টার:
রংপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা। রংপুর জেলার বিভিন্ন সংগঠনের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদকর্মীগণের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর ২২) সকাল ১১.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ প্রোগ্রামের আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আগের কার্যক্রম যেভাবে চলছে বর্তমানে সেভাবেই চলবে। আগের চেয়ে কার্যক্রম কিভাবে এগিয়ে যাবে সেদিকে বেশি করে নজর দিবো। আপনাদেরকে সঙ্গে নিয়েই এই চেয়ারের কার্যক্রম সুষ্ঠু, সুশৃংখল ও সমৃদ্ধ ভাবে পরিচালনা করার চেষ্টা করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, এডিসি গোলাম রব্বানী (সার্বিক), ফিরুজুল ইসলাম (শিক্ষা ও প্রশাসক), এম ডাবলু এম রায়হান শাহ (রাজস্ব), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান, রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, রিপোর্টার্স ইউনিটি রংপুর, সিটি প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবসহ আপামর সকল সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী সম্পাদক মানিক মিয়া, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, এনামুল হক,আহসান হাবিব মিলন, রাজ,রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক রণজিৎ দাশ.সহ-সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল,কোষাধ্যক্ষ মেহেবুব পারভেজ সুমন, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাইদ আজিজ চৌধুরীসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

বক্তব্যে মাহফুজ আলম প্রিন্স বলেন জেলা প্রশাসক হিসেবে আপনি নতুন আসচেন। আজকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন, খুব ভালো উদ্যোগ কিন্তু রংপুরে অনেক সাংবাদিক সংগঠন আছে আপনি কোন সিন্ডিকেটের সাথে যুক্ত হবেন না। আগামীতে সকল সাংবাদিককে নিয়ে আপনার কার্যক্রম শুভ হোক।

নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন জেলা প্রশাসক হিসেবে গত ১লা ডিসেম্বর  রংপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আর রংপুরের সদ্যবিদায়ী জেলা প্রশাসক মোঃ আসিব আহসান কে উপ-সচিব হিসাবে পদায়ন করেছে।