ষ্টাফ রিপোর্টার :

লাখাইয়ে চলন্ত বাসের চাপায় ওয়াহিদ আলী নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া (৬৫) উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত আব্দুস সোবহান এর পুত্র।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ ঢাকা গামী বাসের কাউন্টার এর সামনে দাঁড়িয়ে থাকা ওয়াহিদ আলীকে লাকী এক্সপ্রেস লিঃএর একটি বাস চাপা দেয়।গাড়ী নম্বর ঢাকা- মেট্টো- ব- ১২-০৬৩৩। এতে সে ঘটনা স্থলে মারা যান। চালক মইন উদ্দিন পালিয়ে যায়।সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়ার সাথে আলাপকালে জানান পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। মরদেহ হবিগঞ্জ জেলা সদরের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। এদিকে দূর্ঘটার পর পরই বুল্লাবাজার ও আশেপাশে লোকজন ঘটনাস্থলে সমবেত হয় এবং তাৎক্ষণিক সড়কের পাশে যানবাহনের স্ট্যান্ড ও নিহত ওয়াহিদ আলীর হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু,সুজন মেম্বার। সভায় নিহত ওয়াহিদ আলীর হত্যার সু্ষ্ট বিচারের দাবি জানানো হয়।সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।