
বিনোদন ডেস্ক:
‘আমি ছোটবেলা থেকেই ফুটবল বিশ্বকাপের খেলা দেখি। শো না থাকলে এখনো বিশ্বকাপের কোনো ম্যাচই মিস করি না। এখন খেলা দেখতে গিয়ে বেশিরভাগ সময় ভোরবেলায় ঘুমাতে যেতে হয়। আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার মেয়ে আবার আর্জেন্টিনার সাপোর্টার। জার্মানি এবং স্পেনের খেলাও আমার ঘরের অনেকে পছন্দ করেন। তবে আমরা কেউই দলের অন্ধ ভক্ত নই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল পরাজিত হয়েছে। নিজের কাছে খারাপ তো লেগেছেই বটে, তবে এর অর্থ এই নয় যে আমি ভেঙে পড়ব, খেলোয়াড়দের তুমুল সমালোচনা করব! আমরা সব দলের খেলাই উপভোগ করি। আমার মেয়ে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও সে আবার আমার সঙ্গে ব্রাজিলের খেলা দেখে। আমিও তার জন্য আর্জেন্টিনার খেলা দেখি। এটা এজন্য বলছি যে, এখন দেখি ব্রাজিল আর্জেন্টিনা দলের ভক্তরা তর্কবিতর্কে মেতে ওঠে। যা পরে বিষোদ্গারে পরিণত হয়। এরই মধ্যে অনেক অপ্রত্যাশিত খবর আমরা দেখেছি। এটা কখনোই কাম্য নয়। মানুষ দিন শেষে বিনোদন চায়। খেলা বিনোদনের একটি অংশ। অথচ এ বিনোদনের জায়গাটিকে অনেক ভক্তরা নোংরা করে ফেলছে। শুধু শুধু তর্কবিতর্ক করে সম্পর্ক নষ্ট করে কী লাভ? সবশেষে বলব, আসুন আমরা শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.