

ষ্টাফ রিপোর্টার :
ফরিদপুরে মুন্সি বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী পাল(১৮) নামে এক কলেজ ছাত্রীর অ্যাসিড পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শ্রাবন্তী মুন্সিবাজার এলাকায় শংকর পালের মেয়ে।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টায় শ্রাবন্তীকে মৃত ঘোষণা করেন।
নিহতের কাকাত ভাই সুদীপ পাল বলেন, আমার কাকার সোনার ব্যবসা রয়েছে। শ্রাবন্তী পাল ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আজ সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা অ্যাসিড পান করে। পরে গুরুতর অবস্থায় প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর থানার মুন্সিবাজার পালপাড়া গ্রামে। শ্রাবন্তী শংকর পালের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.