
মোঃআরিফুল ইসলাম, মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার কুড়ের পাড় মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাইশা হত্যার প্রতিবাদে আজ সকালে ভগীরতপুর মাজার বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ নেয় বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন , নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা ও শতশত প্রতিবাদি জনতা।
এ সময় মানববন্ধনকারীরা তাদের বক্তব্যে জানান, এ মাদ্রাসায় বিগত এক বছরের মধ্যে আরো দুইটি হত্যা কান্ড ঘটেছে।তারা এই সব গুলো হত্যা কান্ডের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন এবং প্রত্যেক টি মহিলা মাদ্রাসা কে সি,সি,টিভির আওতায়ভুক্ত করার জোর দাবি জানান।
উল্লেখ্য যে, গত ১ ডিসেম্বর বিকালে কুড়ের পাড় মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাইশার লাশ মাদরাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.