স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, সহ-সভাপতি ইউনুস আলী, মো. আজিজুর রহমান (মাইটিভি), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, সাংবাদিক ইলিয়াস চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।