নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
৫ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সবুজ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও বানারীপাড়া মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর প্রদান করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এমপি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গননাকারী প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার।
ইলিশ মাছ রক্ষায় প্রজনন মৌসুমে ডিম ওয়ালা মাছ ও পোনা মাছ ধংস্য রোধ করতে নিষিদ্ধ কালীন সময়ে জেলেদের বসে না থাকতে হয় তাই এ বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে। এতে করে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা পাবে। এবং বৈধ জাল ব্যাবহার করলে রক্ষা পাবে জাটকা।