
ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া এলাকায় জন সাধারনের চলাচলের বন্ধ রাস্তা বন্ধ করায় বিক্ষুদ্ধ গ্রামবাসী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গ্রাম বাসীর মানববন্ধন।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক গ্রামবাসী নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন থেকে গ্রামবাসীরা জানান, ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে এক’শ বছরের পুরনো রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছে প্রতিবেশী প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই গোকুল রায়। রাতারাতি তারা রাস্তা বন্ধ করে উচুঁ পাকা দেয়াল নির্মাণ করায় চলাচলে ভোগান্তিতে পড়েছে অর্ধ শত পরিবারের দুই শতাধিক গ্রামবাসী।
তারা জানান, ইউনিয়ন পরিষদের নকশায় বর্ণিত সরকারি রাস্তাটি বড়ুয়া মৌজার এসএ রেকর্ডের ৯৪, ২২৫ ও ৮৪৭ দাগ এর মধ্যবর্তী অবস্থানে দেখানো রয়েছে।ঐ রাস্তাটি পশ্চিমবড়ুয়ার দুই শতাধিক জনসাধারন শতবর্ষের অধিক সময় ধরে ব্যবহার করে আসছে।এলাকার মৃত হলেশ্বর বর্মন পুত্র মৃত গোবিন্দ চন্দ্র নকশায় বর্ণিত সরকারি রাস্তা কিছু অংশ স্থানান্তর করে রাস্তাটি সোজা করে দেন চলাচলের উপযোগীর জন্য।যা মৌজার বিআরএস রেকর্ডে ২০৪, ২০৫, ২০৬ ও ২১১ দাগ এর মধ্যবর্তী স্থানে দেখানো আছে।১৯৯০ সালের রেকর্ডে তার পুত্র গন উদ্দেশ্য প্রণোদিত ভাবে নকশা পরিবর্তন করে প্রস্তুতকারীর সাথে গোপন আতাঁত করে এবং রাস্তাটি অন্যত্র স্থানান্তর করে,পরবর্তীতে রাস্তার অবশিষ্ট অংশ বিআরএস নকশা থেকে বিলীন করে দেন।যে রাস্তা দিয়ে গ্রামের লোকজন শতবর্ষ ধরে যাতায়াত করে আসছে সেই রাস্তাটি এলাকার প্রভাবশালী মুকুল রায় রাস্তাটি নিজের জমি দাবী করে, অবৈধ প্রভাব দেখিয়ে রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেয়।এর প্রতিবাদ করলে প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই গোকূল রায় গ্রামবাসীকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি সহ হুমকি ধামকি দেন।
গত ০২নভেম্বর শুক্রবর ০৩শতাধিক নারী পুরুষ সমেবেত হয়ে পশ্চিম বড়ুয়ায় সাংবাদিক সম্মেলন করে ঘটনার প্রতিকার চেয়ে, প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই গোকূল রায় এই ঘটনায় গ্রামবাসী কে শাসানো সহ দেখে নেওয়ার হুমকি দেন।উপস্থিত সাংবাদিকরা প্রভাবশালী গোকুল রায় ও মুকুল রায় কে প্রশ্ন করলে দাম্ভিকথার সহিত বলেন আমরা এই এলাকার জমিদার,এরা আমাদের চাকর এবং আমাদের আশ্রিতা।
গোকুল রায় ও মুকূল রায়ের হয়রানি থেকে রক্ষা পেতে গ্রামবাসী আজ সোমবার মানব বন্ধন করে, মানব বন্ধনে রনবীর চন্দ্র,সুধীর রায় সহ মহিলারা অভিযোগ করে বলেন,এলাকার প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই সাংবাদিক গোকুল রায় মিলে গত ২৪ নভেম্বর রাস্তার উপর কৌশলে লোক দেখানো সংগীত অনুষ্ঠানের আয়োজন করে।পেন্ডেলের ভিতরে উচুঁ পাকা দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে বলেন অনুষ্ঠান শেষ হলে রাস্তা খুলে দেওয়া হবে।
অনুষ্ঠান শেষ হলেও অসৎ উদ্দেশ্যে পেন্ডেল না খুলে রাস্তার উপর মন্দির নির্মানের পাঁয়তারা শুরু করে,এবং রাস্তা বন্ধ করে স্থায়ী দেয়াল নির্মান করে, পশ্চিম বড়ুয়ার ভুক্তভূগী সকলে সংখ্যালঘু পরিবার সদস্য,তারা রাস্তা নির্মানে বাঁধা দিয়ে বলেন মানুষের চলাচলের রাস্তায় মন্দির নির্মান না করার জন্য, এতে কোন কাজ না হওয়ায় তারা আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনি মানববন্ধনে দাঁড়িয়েছে বলে জানান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।