
নিউজ ডেস্ক:
বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ইসির সভাশেষে বিষয়টি জানিয়েছেন সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সব কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। প্রার্থীরা মঙ্গলবার থেকেই প্রচার শুরু করতে পারবেন।
তিনি আরও বলেন, ভোট সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
উপনির্বাচনের ভোটে অনিয়মের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
গত ৩০ নভেম্বর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, তদন্তে ১২৫ প্রিসাইডিং কর্মকর্তা ও পাঁচ কেন্দ্রের পাঁচ এসআইয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
এর আগে ব্যাপক অনিয়মের কারণে ১২ অক্টোবর ওই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ মাঝপথে বন্ধ করে দেয় ইসি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.