নিজস্ব প্রতিবেদকঃ

আর্ন্তা‌জা‌তিক খ‌্যা‌তি সম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়া‌জেদ মিয়ার কবর জিয়ারত করলেন রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
গতকাল সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার ফতেপুরস্থ বিজ্ঞানীর কবরে পুষ্পমাল‌্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শে‌ষে মরহুমের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে মোনাজাত করেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন রংপু‌রের স্থানীয় সরকার বিভা‌গের উপ-প‌রিচালক ‌নিলুফার ইয়াসমিন,
উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মন্ডল, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, রংপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপ‌তি ছায়াদত হো‌সেন বকুল, উপ‌জেলা আ’লী‌গের সাধারন সম্পাদক পৌর মেয়র তা‌জিমুল ইসলাম শামীম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান শ‌ফিউর রহমান মন্ডল মিলন, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রওশন আরা আলম রীনা, পীরগঞ্জ থানার ও‌সি জা‌কির হো‌সেন, কু‌মেদপুর ইউ‌পি চেয়ারম‌্যান সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম, চৈত্রকোল ইউ‌পি চেয়ারম‌্যান আ‌রিফুজ্জামান শাহ্, কা‌বিলপুর ইউ‌পি চেয়ারম‌্যান র‌বিউল ইসলাম র‌বি প্রমুখ। এরপর পীরগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রা‌য়ের সভাপ‌তি‌ত্বে উপজেলা প‌রিষদ অ‌ডিট‌রিয়াম হল রুমে স্থানীয় বীর মু‌ক্তিযোদ্ধা, জনপ্রতি‌নি‌ধি, কর্মকর্তা, রাজনৈ‌তিক ব‌্যক্তিত্ব, সাংবা‌দিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত‌বি‌নিময় করেন।