স্টাফ রিপোর্টারঃ
রায়পুরা থানার মামলা নং-০৪ তারিখ-০৬/১২/২২ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড সংক্রান্তে বাদী মো:রবিন মিয়া(২৪), পিতা মৃত আলী হোসেন সাং-লোচনপু, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী জানান যে,গত ০৪/১২/২২ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় তার পিতা ডিজিষ্ট মোহাম্মদ আলী হোসেন তাহার নিজ বাড়ী লোচনপুর হতে বাহির হয়ে রাতে বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে ০৫/১২/২২ বেলা অনুমান ১৩.০০ ঘটিকায় লোকমুখে জানতে পারেন আদিয়াবাদ ইউপিস্থ শেরপুর বিধিবাড়ী এলাকায় ০২ জন অজ্ঞাতনামা লোকের মৃতদেহ কলাবাগানে পরে আছে। তৎক্ষনাত বাদী তার ফুফু মোসাঃ সালমা বেগম সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পিতার ক্ষত-বিক্ষত মৃত দেহ সনাক্ত করেন ও অপর অজ্ঞাতনামা মৃত ব্যাক্তির পিতা আ:মন্নাফ হাসপাতালে উপস্থিত হয়ে তার ছেলে মো: দ্বীন ইসলাম(৩৪), পিতা-আ:মন্নাফ, মাতা-রেহেনা বেগম সাং-পাহাড় ফুলদী থানা-শিবপুর জেলা-নরসিংদী বলে সনাক্ত করেন।
উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় ডিবি নরসিংদী জেলা ছায়া তদন্ত শুরু করে। জনাব মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর নের্তৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, এসআই (নিঃ) আশরাফুল আলম, এসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান মারুফ, এসআই(নিঃ) কবির উদ্দিন, এসআই(নিঃ) সাদেকুর রহমান,জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী সর্ঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৬/১২/২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামী ১। মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮),পিতাঃ আসাদ,সাং-শেরপুর পশ্চিম পাড়া, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী,২। কাউসার (২৫), পিতাঃ দুলাল মিয়া, সাং-শেরপুর কান্দাপাড়া,থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী দ্বয়কে গ্রেফতার করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তারা সহ মোট ০৬(ছয়)জন আসামী কিলিং মিশনে অংশ গ্রহন করে বলে জানায়। আসামীরা আরোও জানায় জুয়া খেলার টাকা-পয়সার লেনদেনের বিরুধ সংক্রান্তে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও দোখানোমতে হত্যা কান্ডে ব্যাবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে প্রাপ্ত অর্ধেক পান করা লাকিস্ট্রাইক সিগারেটের সাথে আসামী কাউসারের নিকট গ্রেফতারের সময় প্রাপ্ত লাকিস্ট্রাইক সিগারেটের মিল আছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮),পিতাঃ আসাদ,সাং-শেরপুর পশ্চিম পাড়া, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী,
২। কাউসার (২৫), পিতাঃ দুলাল মিয়া, সাং-শেরপুর কান্দাপাড়া,থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী
আলামতের বর্ননাঃ
(ক)০১ টি ছোড়া,
(খ)০১ টি লাকিস্ট্রাইক সিগারেটের প্যাকেট যাহাতে ০৭টি সিগারেট আছে।