ষ্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজিবুল হকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ ফজলুল করিম সেলিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।