
Tanvir Shawon
বিনোদন ডেস্ক:
বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। ২০২২ সালের এ তালিকায় জায়গা পেয়েছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।
বলিউডের পাশাপাশি হলিউডের কাজও করেছেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০০২ সালে বলিউডে ডেবিউ করেছেন প্রিয়াংকা। সাবেক মিস ওয়ার্ল্ডে খেতাব জয়ী এই অভিনেত্রী ইতোমধ্যে হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন।
প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইনসহ একাধিক ব্যবসা রয়েছে এই অভিনেত্রীর। শিশু অধিকার ও মেয়ে শিক্ষার জন্য কাজ করেন তিনি। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রিয়াংকা।