স্টাফ রিপোর্টারঃ

জামাত-শিবির, বিএনপির সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা ও সরকারের নামে বিভিন্ন গুজবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এর আয়োজন করেছে মাধবদী থানা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে পাঁচদোনা মোড় হতে মিছিল শুরু হয়ে পাঁচদোনার বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে।
মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির এর নেতৃত্বে মিছিলে অংশ গ্রহণ করে মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়ন এর সভাপতি সিহাব রাহাদ,৬নং ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান আতিকসহ মাধবদী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির বলেন, ‘নরসিংদী সদর আসনের এমপি লে কর্নেল অব. মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) ও নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এর নির্দেশনায় আগামী ১০ই ডিসেম্বর আমরা পাঁচদোনা মোড়ে অবস্থান করবো। যাতে তারা কোন ধরণের রাজনৈতিক বিশৃঙ্খলা ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে।”