সম্পাদক
আবদুর রহমান
ষ্টাফ রিপোর্টার :
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেয়া ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে ৩৩ জন তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়া ২২ কাউন্সিলর প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। কাউন্সিলর প্রার্থীদের আবেদনের শুনানি শেষে বুধবার এই আদেশ দেয় কমিশন। তথ্য ঠিক না থাকায় একই সঙ্গে ১২ কাউন্সিলর প্রার্থীর আবেদন খারিজ করা হয়েছে।
বুধবার বিকেলে এই আদেশ দেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, গত ১ ডিসেম্বর থেকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেয়া ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে ৩৩ জন তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আপিল শুনানি শেষে মেয়র পদে ১০, সাধারণ কাউন্সিলর পদে ১৮৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ প্রার্থী বৈধ হলেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘আজ (বুধবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। আমরা আশা করছি প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারে অংশ নেবেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।