
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নে
কেজাস (কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা) এর আয়োজনে এবং গোমস্তাপুর উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ ও স্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় বাঙ্গাবাড়ী বাজার কেজাস এর শো-রুমে
সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেজাস এর চেয়ারম্যান
ফিরোজ কবির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম , সমাজসেবার ফিল্ড সুপারভাইজার শফিকুল ইসলাম,
রহনপুর আহাম্মদী বেগম (এ.বি) সরকারি বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক গাজীউদ্দিন এবং কেজাস শাখার ম্যানেজার ও কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে কেজাস (কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা) বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধীদের হুল চেয়ার প্রদান, শিশু শিক্ষা, বৃক্ষরোপণ, ফ্রি চক্ষু ক্যাম্পেইন, পরিবার পরিকল্পনা কর্মসূচি, এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচিসহ ইত্যাদি কর্মসূচি পালন করে থাকে এবং এর উপর সচেতনতামূলক আলোচনা করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.