সম্পাদক
আবদুর রহমান
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের বোয়ালমারীতে রেলে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
সাতৈর রেলস্টেশনের কীম্যান মো. টুটুল জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মেইল ট্রেন ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন ক্রস করছিল। রেলস্টেশনের দক্ষিণে ২০০ মিটার দূরে হোম সিগন্যালের কাছে সোবাহান শেখের বাড়ির পাশে ট্রেনটি পৌঁছলে ওই অজ্ঞাত মহিলা দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে। ওই মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ঘটনায় ইউডি মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।