
ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা ও মিলাদ মহফিল।
লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য সৈয়দ শামসুল আলম কচিসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ আবুল কালাম আজাদ।