
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ২০ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।
শুক্রবার সকালে শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তলনের ও বেলুন উড়িয়ে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুর্নীতি বিরোধী র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উপপরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
এ সময় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে। দুর্নীতি কমিয়ে আনতে হবে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.