স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়।
এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও জন নন্দিত সফল পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।
বক্তৃতা করেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বিউটি খানম, নাসরিন নাহার মুক্তা, উজির মডেল থানার এস.আই মাজেদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।