ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে,উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন দাস এর সভাপতিত্বে দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে SONGO এর সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত অনুষ্ঠানে ছিলেন,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) ফজলুর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা জনাব সুমন কান্তি সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, বিশিষ্ট শিল্পপতি মো. ওয়াহেদ আলী, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, SONG project এর district consultant মোঃ নাজমুল হকসহ- ফুলবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ প্রমূখ।