স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বিএনপির সমাবেশকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও কঠোর অবস্থান করেছেন।

মহাসড়কের ভবেরচর বাসষ্টান্ড এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন,এ সময় তিনি বলেন,যেকোনও ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশে তারা সর্তক অবস্থানে আছেন।এছাড়াও বিকালে স্থানীয় সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড্যাঃমৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে,এ সময় তিনি বলেন,অনেক খেলা হয়েছে,এবার কিন্তু মাইর হবে, যেকোনও ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা সর্তক অবস্থানে আছি।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ভবেরচর,ভাটেরচর,জামালদী,বাউশিয়া,বালুয়াকান্দী,গুয়াগাছিয়া ইউঃপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এর নেতৃত্বে চাষীরচরে, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান এর নেতৃত্বে বাউশিয়ায়,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল নেতৃত্বে বালুয়াকান্দিতে,ইমামপুর ইউপি চেয়ারম্যান মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু’র নেতৃত্বে ইমামপুরে, বালুয়াকান্দী ইউঃপি যুবলীগ নেতা মোঃজুয়েল প্রধান এর নেতৃত্বে তেতৈতলা হাঁস পয়েন্টে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে সড়কপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার সকাল থেকেই বাউশিয়া পাখির মোড়, দরি বাউশিয়া, ভবেরচর বাস স্ট্যান্ড, আনারপুরা, ভাটেরচর ও জামালদী বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ সদস্য সংখ্যাও। চেকপোস্ট অতিক্রম করার সময় ঢাকামুখী বিভিন্ন যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। সকালে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান চেকপোস্ট এলাকা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান
বলেন, কোন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে তল্লাশি চৌকিতে নিরাপত্তা জোরদার করা হয়নি। দেশব্যাপী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলছে। পুলিশ সদরদফতরের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে