স্টাফ রিপোর্টারঃ
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাব’র আহবায়ক আরিফুল ইসলাম তপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দ্বীপক কুমার কুন্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল আগরওয়ালা ও সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন প্রমুখ।