ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২২ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৫ টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার ৯ ডিসেম্বর দুপুরে তারাকান্দা উপজেলা হলরুম মিলায়াতনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মানিত করা হয়।তারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রৌশনারা বেগম,

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা কাকলি আক্তার , সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা আম্বিয়া খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে এই ক্যাটাগরিতে জয়িতা হয়েছেন ফিরোজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন মোছাঃ ফাতেমা আক্তার ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকারও নিশ্চিত করেছেন।

স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা খানম আকন্দ,বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, আব্দুল মোতালেব ও সাংবাদিক বৃন্দ।