
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সফল ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার সকালে সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাত মিনা জেরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মনিরুজ্জামান টকিজ, প্রোগ্রামার অফিসের মোস্তাকিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান সহ অনেকেই।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনীতিতে মোছাঃ আন্জুয়ারা বেগম, শিক্ষা ও চাকুরীতে রেখা রাণী সাহা, মাতৃত্বে মোছাঃ সখিনা বেগম, নির্যাতন থেকে উত্তরণে মোসাঃ মেহেরজান এবং সমাজ উন্নয়নে মোছাঃ হাসিনা বেগম কে উপজেলা পর্যায়ের জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। দেড়শ’ বছর আগে তাঁর উদ্যোগ সফলতা পেয়েছে। শুধু পারিবারিক পরিমন্ডলই নয় শিক্ষা, পেশাগত জীবনে নারীরা এগিয়ে গেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের এই অবস্থান সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠানের আগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.