
স্টাফ রিপোর্টারঃ
৯ ডিসেম্বর নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২২ উৎযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমূহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় জেলা প্রশাসক প্রাঙ্গনে স্থাপিত বিজয় মঞ্চের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন। সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় । মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক সহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও কর্মীরা অংশগ্রহণ করে।
মানব বন্ধন শেষে সকাল ১০টায় “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় ” শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাঈম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি মোস্তফা কামাল চৌধুরী, দুদকের সমন্বিত জেলা কার্যালয়-এর সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান,জেলা প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস,জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম।
মোঃ বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন, সদস্য হলধর দাস,মোস্তাক আহমেদ ভূঞা, কাজী আনোয়ার কামাল,আলতাফ হোসেন নাজির,মনজিল এ মিল্লাত, মো. মোখলেছুর রহমান, ইয়ামিনা হাসানাত চৌধুরী, মাইনুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবপুরে একই কর্মসূচিতে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি নূর উদ্দিন মোঃ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক আশরাফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেরেজাহান মৃধা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.