নিউজ ডেস্ক :

ব্রিটিশ রাজপরিবারের আওতাধীন জার্সি দ্বীপের আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে সরকারি কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরের আগের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ডজনখানেক ব্যক্তি নিখোঁজ রয়েছে। জার্সি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের পর সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।

তিনি আরো বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি- তিনজন মারা গেছে।

বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় ৪টার কিছুক্ষণ আগে। আগুন নেভানো হয়েছে। নিখোঁজদের অনুসন্ধানে জরুরি বিভাগের কাজ রাতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্মিথ।

তিনি আরো জানান, সেখানকার বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকেই ওই ভবনে দমকল বাহিনীকে ডেকেছিল।

তবে ওই ঘটনার সঙ্গে ভোরের আগে ঘটা বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ব্রিটিশ রাজপরিবারের আওতাধীন জার্সি অবশ্য ব্রিটেনের অন্তর্ভুক্ত নয়। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়, জনসংখ্যা এক লাখের সামান্য বেশি।

স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ২০-৩০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারছেন এমন আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স