স্টাফ রিপোর্টার:
‘নিরক্ষরতা থাকবো না দেশের বোঝা হবো না’ এই প্রতিপাদ্য নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডে প্রতিষ্ঠা করা হয় ‘দুই টাকায় স্কুল’ অদ্য ১১ ডিসেম্বর রোজ রবিবার অত্র স্কুলের নতুন ভবনের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
এতে উৎপল কুমার দাস ও মোঃ ফয়জুল আলম প্রিন্স এর যৌথ সঞ্চালনায় এবং দুই টাকায় স্কুল এর সভাপতি শিশুবন্ধু মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, উদ্বোধক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের, প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, মূখ্য আলোচক ছিলেন, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরক্ষর শিশুদের জন্য দুই টাকায় স্কুল এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তারা আরও বলেন, শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে একটি সমাজ এবং রাষ্ট্র কখনও উন্নত হতে পারে না তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতো দেশের সকল সংগঠন এবং দেশের বৃত্তশালীদের এগিয়ে আসা খুব জরুরি।
এই সময় আরও বক্তব্যে রাখেন, ভবঘুরের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর বাদশা, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন,তরুণ সংগঠক মোঃ রানা, স্কুল এর শিক্ষিকা, জান্নাতুল ফেরদৌস মী, সাইমা আক্তার, তিশা আক্তার, তন্নী আক্তার প্রমূখ।
এই সময় ফিতা কেটে স্কুলের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।