স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় পুএের হাতে বাবা খুনের এমন-ই ঘটনা ঘটেছে।ভাঙ্গা উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদীর পুত্র নাঈম ফকির (১৭) হাতে খুন হয় পিতা কিবরিয়া ফকির (৫০) নিহত হন।
১০ (ডিসেম্বর) শনিবার রাত ৮ টায় দিকে তাঁর স্ত্রী তাসলি বেগম( ৪০) এর সাথে সাংসারিক পারিবারিক বিষয় নিয়া ঝগড়া
বিবাদও মারামারি লিপ্ত হয়।একপর্যায়ে তাঁর মেজোর ছেলে নাঈম ফকির বাবা উপর ক্ষুব্ধ হলে ছেলের বাবা মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে পিতা কিবরিয়া উপর লোহার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পুএ নাঈম ফকির।পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। ।চিকিৎসকের ধারণা করে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। কাল সকালেই মর্গে প্রেরণ করা হবে। তবে এখন পর্যন্ত অভিযোগ পাই নি।