আজ ১০ই ডিসেম্বর সারা বিশ্বে যেমন মানবাধিকার দিবস পালিত হলো, তেমনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল এবং অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ‍্যারি টেবেল ট্রাসটের উদ্যোগে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের প্রেক্ষাগৃহে বিকেল তিনটায় শুরু হয় বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন এবং একটি পুরুষ কথা ম্যাগাজিন শুভ সূচনা, ও তার সাথে সাথে একটি শর্ট ফিল্ম দেখানো হয় কিভাবে পুরুষদের উপর নারীরা অত্যাচার করেন এবং বিভিন্ন ফাঁদে পুরুষদের ফেলেন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী দেবাংশু ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ সিদ্ধার্থ ব্যানার্জি, বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলনের কর্মী দীপিকা নারায়ণ ভরদ্বাজ, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জয়দেব বসু, বিশিষ্ট সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শিবাশীষ ব্যানার্জি ও আরো অন্যান্য গুণী ব্যক্তিরা, উক্ত অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জেনারেল সেক্রেটারি শ্রী গৌরব রায়, তিনি জানান সারা পশ্চিমবঙ্গে কোন পুরুষ যদি কোন মহিলার দ্বারা মিথ্যা ষড়যন্ত্রে শিকার হন তবে সেই পুরুষের পাশে গিয়ে আমাদের সংগঠন দারাবে, এবং লড়াই করবে, সংগঠনের চেয়ারম্যান শ্রীমতি স্মিতা দাস রায় জানান ,আজ বহু পুরুষ মহিলাদের মিথ্যে চক্রান্তের শিকার হয়ে, আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাই তাদের সংগঠনের মহিলা সদস্যরা সেই সব দাদা ও ভাইদের পাশে দাঁড়িয়ে সেই সকল ষড়যন্ত্রকারী মহিলাদের বিরুদ্ধে লড়াই করবে, সংগঠনের কো-অর্ডিনেটর শ্রী মতি রিয়া শর্মা জানান বাংলার বুকে অভিযান এমন একমাত্র পুরুষ অধিকার আন্দোলন সংগঠন যেখানে প্রেসিডেন্ট একজন মহিলা চেয়ারম্যান একজন মহিলা কোর কমিটির সদস্য একজন মহিলা জেলা সভাপতিরাম মহিলা সুতরাং আজ বাংলার মহিলারা সংগঠিত ভাবে তাদের ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত সংগঠনের প্রধান মুখপাত্র সুমন সাধুখা জানান বাংলার যেকোনো প্রান্তে যেকোন অসহায় পুরুষ মহিলাদের দ্বারা আক্রান্ত হলে তারা যেন প্রতিবাদ করেন এবং সংগঠনের সহিত যোগাযোগ রাখেন, আমরা সব সময় তাদের পাশে আছি এবং লড়াই চালিয়ে যাব, সাথে সাথে যে সকল অফিসারেরা উপস্থিত ছিলেন, তারা এক বাক্যে জানান আমরাও চাই এই সকল নিরীহ মানুষের পাশে থেকে সহযোগিতা করা, এটা একটা ভালো কাজ। তাই আমরাও আপনাদের পাশে আছি এবং সহযোগিতা করার চেষ্টা করব, এর সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে, সকল সাংবাদিক ভাইদের সম্মান জানালেন এবং বললেন আপনারাও আমাদের পাশে থাকুন, তাহলে হয়তো এই সকল নিরীহ মানুষদের পাশে থেকে কাজ করতে পারব সাহস জোগাতে পারবো।, যতক্ষণ অনুষ্ঠান চলছিল, সারা হল এর ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল দর্শকেরা উল্লাস করতে থাকেন এবং তারা জানান সত্যিই আমরা একটা ফিল্ম দেখে উপকৃত হলাম, কিছু জানতে পারলাম।। আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য সকল সদস্যদের কৃতজ্ঞতা জানাই । অনুষ্ঠানের সবার শেষে জানালেন আমরা আরও বিভিন্ন জায়গায় এই সংগঠন গড়ে তুলবো এবং মানুষকে সজাগ করার চেষ্টা করব, যাতে কোনোভাবেই মহিলাদের কোনভাবে ষড়যন্ত্রের শিকার না হয়…..। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়