সম্পাদক

আবদুর রহমান

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১১ও১২ ডিসেম্বর ২দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে । মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে আজ রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় র‍্যালী ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনোহরদী উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, শিশু-কিশোর ও তরুণদের প্রযুক্তিগত ও উদ্ভাবনী মনোভাব বিকাশের জন্য এগিয়ে আসতে হবে। এ জন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের নতুন প্রজন্মকে বেশী বেশী উৎসাহ দেওয়ার আহবান জানান। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ছাত্র/ছাত্রীদের উদ্ভাবিত প্রজেক্ট সম্পর্কে কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, অবিভাবক, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট নিয়ে এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছে। ১২ ডিসেম্বর পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটবে।