স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগের মামলায় বিএনপির ৫৩ জন নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার(১২ ডিসেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃজামাল হোসেনের পটুয়াখালী বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,

উল্লেখ্য গত ৮ই ডিসেম্বর পটুয়াখালীর মহিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে মোঃআলআমিন হাওলাদার বাদী হয়ে বিএনপির ৫৫জন নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

এদিকে ঘটনার পরপরই রাতে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে তিন বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-কুয়াকাটা পৌর কৃষকদলের আহবায়ক আলি হোসেন খোন্দকার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম বাচ্চু ঢালী ও পৌর বিএনপি নেতা শের আলম মোল্লাকে পরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়।

আজ ১২ ডিসেম্বর সোমবার এই মামলায় ৫৩ জন বিএনপি নেতাকর্মী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পটুয়াখালী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।