সম্পাদক

স্টাফ রিপোর্টার:

কৃষক বান্ধব সরকার, কৃষিতে শতভাগ সাফল্য অর্জনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৭০% ভর্তুকি দিয়ে
প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেছেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ও কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা ।

আজ সোমবার (১২ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে, ৩১লক্ষ ২০হাজার টাকার, কম্বাইন্ড হার্ভেস্টার ধান কাটার মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার সদর ইউনিয়নের রতন শ্রী গ্রামের হাসান শাহরিয়া নামের প্রান্তিক  কৃষক   (৯লক্ষ ৬হাজার)৩০%টাকা প্রদান করলে, কৃষি অধিদপ্তর তাঁর কাছে হস্তান্তর করেন। একটি কম্বাইন্ড হাভেস্টার মেশিন, এতে সরকারি ভর্তুকি দিয়েছে ২১ লক্ষ১৪ হাজার টাকা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিলন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য আবুল কাশেম, উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ উপকার ভোগীগন প্রমুখ ।