স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ও মন্ত্রনালয় সারা দেশে চালু করেছে কিশোর কিশোরী ক্লাব।যেখানে কিশোর কিশোরীদের আবৃত্তি,গান,খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতি চর্চা করানো হয়।এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত করা হয়েছে ৯নং মরিচপুরান ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব।এই ক্লাবে রয়েছে ৩০জন কিশোর কিশোরী সদস্য ও দুইজন শিক্ষক সতানন্দ সরকার(গান) জান্নাতুন নাহার শারমীন(কবিতা আবৃত্তি)।এই ক্লাবে গান,কবিতা শেখানোসহ করা হয় সাংস্কূতি চর্চা এখানে কিশোর কিশোরীদের শেখানো হয় শিষ্টাচার।১০ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতূক পাঠানো গেন্জি,ট্রাউজার পোশাক বিতরন করা হয় ৯নং মরিচপুরান কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে।ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিতরন করেন উক্ত কিশোর কিশোরী ক্লাবের গানের শিক্ষক নালিতাবাড়ী উপজেলার জনপ্রিয় শিল্পী সতানন্দ সরকার।